গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ২৫

গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ারবাজার নামক স্থানে আজ রোববার একটি বাস খাদে পড়ে যায়। ছবি : এনটিভি
গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে পড়ে একজন নিহত ও শিশুসহ অন্তত ২৫ যাত্রী আহত হয়েছে।
আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের ভেড়ারবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে নয়জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় পরে সাগর বাড়ৈ (৫০) নামের এক ব্যক্তি মারা যান। তাঁর বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার রথবাড়ি গ্রামে।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক আবু নাঈম জানিয়েছেন, গোপালগঞ্জ থেকে মুনিরা পরিবহনের একটি যাত্রীবোঝাই বাস টেকেরহাট যাচ্ছিল। বাসটি ঘটনাস্থলে পৌঁছালে অন্য একটি পিকআপ ভ্যানকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পানিতে ফেলে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় জনগণের সহযোগিতায় আহতদের উদ্ধার করেন।