নওগাঁয় ১৫ কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে আজ শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ করা হয়। ছবি : এনটিভি
নওগাঁ জেলার দুটি পৌরসভায় প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই হয়েছে। যাচাই বাছাইয়ের পর নওগাঁ পৌরসভা নির্বাচনে ১৩ কাউন্সিলর ও নজিপুর পৌরসভায় দুজন কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
নওগাঁ পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক আমিরুল ইসলাম এবং নজিপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন অফিসার হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন। তাঁরা জানান, যাচাই-বাছাইয়ের পর নওগাঁ পৌরসভার ১৩ জন সাধারণ কাউন্সিলর এবং নজিপুর পৌরসভার একজন সাধারণ কাউন্সিলর ও একজন সংরক্ষিত মহিলা কাউন্সিলরের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
কাগজপত্রে ছোট ছোট ত্রুটি থাকায় এসব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাঁরা সবাই আগামী তিনদিনের মধ্যে আপিল করার সুযোগ পাবেন। আপিল শুনানিতে তাঁরা উত্তীর্ণ হলে সেগুলো পুনরায় সঠিক বলে বিবেচিত হবে।