গোপালগঞ্জে তুলার কারখানায় আগুন

গোপালগঞ্জে বিসিক শিল্প এলাকায় একটি তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শাহাদত হোসেন নামের এক ব্যক্তির মালিকানাধীন তুলার কারখানায় আগুন লাগে। এ সময় কারখানার দুই থেকে তিনজন কর্মী ভেতরে ঘুমিয়ে ছিলেন। বাইরের চিৎকার শুনে তাঁরা নিরাপদে বেরিয়ে আসেন। কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করেছে। এর মধ্যে দুটি ইউনিট গোপালগঞ্জ সদরের এবং অন্য দুটি ইউনিট এসেছে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া থেকে।
কারখানার মালিক শাহাদত হোসেন দাবি করেছেন, এ অগ্নিকাণ্ডে তাঁর প্রায় ২০ লাখ টাকা পণ্যের ক্ষতি হয়েছে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ব্যবস্থাপক নিয়ামুল হুদা জানিয়েছেন, শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়।