হামলাকারীদের আটক করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভোলায় এনটিভির স্টাফ রিপোর্টার ও টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেনের ওপর হামলার ঘটনায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে।
আজ মঙ্গলবার ভোলায় অনুষ্ঠিত এসব কর্মসূচিতে অংশ নেন সাংবাদিক, সাংস্কৃতিককর্মী, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ। কর্মসূচিতে আফজাল হোসেনের ওপর হামলাকারীদের গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ও নিষিদ্ধ ইটভাটা বন্ধ করার দাবি জানান সাংবাদিকরা। এসব দাবি পূরণে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তাঁরা।
আজ বেলা ১১টায় শহরের সদর রোডে ভোলার প্রেসক্লাব, টেলিভিশন জার্নালিস্ট ফোরাম ও রিপোর্টার্স ইউনিটি মানববন্ধন কর্মসূচি পালন করে। প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন শেষে বিশাল বিক্ষোভ মিছিল জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে।
ঘেরাও কর্মসূচির সময় বক্তব্য দেন টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি আহাদ চৌধুরী তুহিন, ভোলা েভপ্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামস-উল আলম মিঠু, রিপোর্টার্স ইউনিটির সম্পাদক নাসির লিটন। অন্য সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন নজরুল হক অনু, মোকাম্মেল হক মিলন, ইউনুছ শরীফ, এইচ এম জাকির, হোসাঈন সাদী, এম এ বারী, আলামিন শাহরিয়ার ও আদিল হোসেন তপু।
বক্তারা আগামী ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে বলেন, এর মধ্যে সব সন্ত্রাসীকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ও নিষিদ্ধ ইটভাটা বন্ধ করে না দেওয়া হলে সাংবাদিক ও সব শ্রেণীপেশার মানুষ আরো কঠোর আন্দোলন গড়ে তুলবে।
আহত সাংবাদিক মো. আফজাল হোসেন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর শারীরিক অবস্থা ভালো নয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। তবে তিনি বুকে বেশি আঘাত পাওয়ায় চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন।