টুঙ্গিপাড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হচ্ছেন আ.লীগের প্রার্থী

যাচাই ও বাছাইয়ের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মো. ফোরকান বিশ্বাসের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। আজ বুধবার শেষ দিনেও আপিল করেননি ফোরকান বিশ্বাস।
ওই পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী শেখ আহম্মদ হোসেন মির্জা ছাড়া মেয়র পদপ্রার্থী আর কেউ নেই। এ কারণে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। তবে জেলা নির্বাচন কর্মকর্তা ও টুঙ্গিপাড়া পৌরসভার রিটার্নিং কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী জানিয়েছেন, আগামী ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউকে নির্বাচিত ঘোষণা করা যাবে না।
টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী শেখ আহম্মদ হোসেন মির্জা ও স্বতন্ত্র প্রার্থী মো. ফোরকান বিশ্বাস মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু যাচাই-বাছাইয়ে ফোরকান বিশ্বাসের মনোনয়নপত্র বাতিল করা হয়। আজ বুধবার শেষ দিনেও ফোরকান বিশ্বাস আপিল করেননি। এ কারণে অবৈধই রয়ে গেছে তাঁর মনোনয়নপত্র।
এদিকে আজ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মনোনয়নপত্রের বৈধতার শুনানি। গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া পৌরসভার ১৪ জন কাউন্সিলর পদপ্রার্থী তাঁদের মনোনয়নপত্রের বৈধতা পেতে আপিলের শুনানিতে অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে ১২ সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী ও দুজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী।