ফরিদপুরে বাস খাদে পড়ে দুজন নিহত

ফরিদপুরের নগরকান্দা উপজেলার শংকর পাশা এলাকায় একটি যাত্রাবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হয়েছেন ২০ জন।
নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মাদারীপুর জেলার শিবচর উপজেলার তাহেরকান্দির জিয়া শেখ (৩৫)।
আহতদের নগরকান্দা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান, ফরিদপুর থেকে টেকেরহাটগামী তাজমহল নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।