নওগাঁয় সরে দাঁড়ালেন জাপার মেয়র পদপ্রার্থী

নওগাঁ পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির মনোনীত মেয়র পদপ্রার্থী ইফতারুল ইসলাম বকুল। প্রার্থিতা প্রত্যাহরের শেষ দিন আজ রোববার বিকেল ৫টায় তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
এ ছাড়া নওগাঁ পৌরসভায় চারজন এবং পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভায় আরো দুজন সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
নওগাঁ জেলা রিটার্নিং কর্মকর্তা (অতিরিক্ত জেলা প্রশাসক) মো. আমিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিসি জানান, জাতীয় পার্টির প্রার্থী ইফতারুল ইসলাম বকুল শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।
রিটার্নিং কর্মকর্তা আরো জানান, এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে নওগাঁ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বজরুল রহমান দুলাল, ৩ নম্বর ওয়ার্ডের ইয়াসিন আলী দেওয়ান, ৪ নম্বর ওয়ার্ডের ফিরোজ আহম্মেদ ফিজুর এবং ৯ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন দুলু প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে নজিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী ইব্রাহিম আলী ও ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী রমজান আলী প্রার্থিতা প্রত্যাহার করেন। তবে দুই পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বলে জানান রিটার্নিং কর্মকর্তা আমিরুল ইসলাম।
মনোনয়নপত্র প্রত্যাহারের পর নওগাঁ পৌরসভায় মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ৬০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন লড়াই করবেন।
অপরদিকে, নজিপুর পৌরসভায় মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।