বোয়ালমারীতে আ.লীগের ‘বিদ্রোহীর’ প্রার্থিতা প্রত্যাহার

ফরিদপুরের বোয়ালমারী পৌর নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক নাসিমুজ্জামান খাঁন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বিকেলের দিকে নাসিমুজ্জামান তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মু. খায়রুজ্জামান।
রিটার্নিং কর্মকর্তা আরো জানান, এ ছাড়া তিন সাধারণ কাউন্সিলর পদপ্রার্থীও তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।