উপলক্ষ বিজয় দিবস
গোপালগঞ্জে গরিবদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

মহান বিজয় দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় শীতবস্ত্র বিতরণ করে স্থানীয় আওয়ামী লীগ। ছবি : এনটিভি
বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গরিব ও দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ শীতবস্ত্র বিতরণ করে।
আজ বুধবার সকাল ১১টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুড়তিয়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ৮০০ গরিব ও দুঃস্থকে শীতবস্ত্র দেওয়া হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আসলাম শেখ এ শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।