সুষ্ঠু নির্বাচনের আশা এখন দূরাশায় পরিণত : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের আশা এখন দূরাশায় পরিণত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের দ্বিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন এরশাদ। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
এরশাদ বলেন, ‘দেশে গণতান্ত্রিক সরকার নেই।’ নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন বলেও উল্লেখ করেন তিনি। তিনি কর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমাদের নির্বাচন কমিশনের মেরুদণ্ড নেই।’ তিনি আরো বলেন, ‘এটা তো চাকরি নয়, এটা ওনাদের সাংবিধানিক দায়িত্ব। এ দায়িত্ব পালন করা তাঁর কর্তব্য। এ কর্তব্য থেকে বিচ্যুত হচ্ছেন।’
এ সময় বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ দলকে সংগঠিত করার ওপর জোর দেন। পৌরসভা নির্বাচনে জয়ের লক্ষ্য নিয়ে কাজ করতে নেতা-কর্মীদের আহ্বান জানান রওশন এরশাদ।