অনেক সূচকে ভারত-পাকিস্তান থেকে এগিয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ আজ প্রতিটি সেক্টরে এগিয়ে যাচ্ছে। গত চার দশকে প্রতিবেশী অনেক দেশ, এমনকি ভারতকেও আমরা অনেক ক্ষেত্রে ছাড়িয়ে গেছি। পাকিস্তান অনেক সূচকে আমাদের চেয়ে অনেক পেছনে।’
আজ বুধবার চট্টগ্রামের পতেঙ্গায় নেভাল একাডেমিতে নৌবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বিভিন্ন সেক্টরে দেশের অগ্রগতির কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমানে আমাদের মাথাপিছু আয় এক হাজার ৩১৪ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। পাঁচ কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উঠে এসেছে। দারিদ্র্যের হার হ্রাস করে ২২ দশমিক ৪ ভাগে নামিয়ে এনেছি। আমাদের রিজার্ভ ২৭ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।’
বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে এবং বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশকে একটা উন্নত দেশে এগিয়ে নেওয়ার লক্ষ্যে যে পদক্ষেপ আমরা নিয়েছিলাম, তা কার্যকর করে তার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। এমনকি আমাদের আয়ুষ্কালও ৭০ বছর সাত মাসে বৃদ্ধি পেয়েছে।’
অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানগণ, মন্ত্রী, সংসদ সদস্যসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও নৌ কর্মকর্তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সকালে প্রধানমন্ত্রী নেভাল একাডেমিতে পৌঁছলে নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব ও চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ আখতার হাবিব তাঁকে স্বাগত জানান।
এ সময় নৌবাহিনীর একটি দল প্রধানমন্ত্রীকে সালাম জানায়। সালাম গ্রহণ শেষে কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি।
নবীন কর্মকর্তারা আগামী দিনের উন্নয়ন অগ্রযাত্রার অংশীদার উল্লেখ করে প্রধানমন্ত্রী এ সময় বলেন, ‘এমন কোনো কাজ আপনারা করবেন না, যা দেশের মান ও ঐতিহ্যকে ক্ষুণ্ণ করে।’
কর্মকর্তা হিসেবে ২০১৫ বি ব্যাচের ২৪ জন এবং ২০১৪ এ ব্যাচের ৫৩ জন মিডশিপম্যানসহ ৭৭ কর্মকর্তা কমিশন লাভ করেন। তাঁদের মধ্যে চৌকস মিডশিপমেন্ট হিসেবে ফাহিম উদ্দিন সাকিব ‘সোর্ড অব অনার’ লাভ করেন।
এ ছাড়া শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী হিসেবে অ্যাক্টিং সাব-লেফটেন্যান্ট এম রেহানুর জামান শহীদ মোয়াজ্জেম পদক ও মিডশিপমেন্ট জাহিদ মহসীন কবির বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক এবং মিডশিপমেন্ট এম রিয়াজুল ইসলাম নৌপ্রধান স্বর্ণপদক লাভ করেন।
এ সময় প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে উন্নীত করার স্বপ্নের কথা বলেন।
এ ছাড়া বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী নদীতীরে চিটাগং ড্রাইডকের মহাপরিচালকের কাছে একটি ফরমান হস্তান্তরের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি নৌবাহিনীর নিয়ন্ত্রণে চলে যাবে।