সান্তাহারে সংঘর্ষের ঘটনায় আরো একজনের মৃত্যু

বগুড়ার সান্তাহারে দুটি পরিবহন মালিক ও শ্রমিক সমিতির লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই নিয়ে শুক্রবারের সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হলেন।
শনিবার নিহত সোহাগ হোসেন (২৮) সিএনজিচালিত অটো টেম্পো শ্রমিক। তিনি নওগাঁ সদর উপজেলার দোগাছি গ্রামের আবদুল খালেকের ছেলে।
এদিকে দুজন নিহত হওয়ার ঘটনায় শনিবার সারা দিন সান্তাহার পৌর শহরে কোনো দোকানপাট খোলেনি। কোনো ধরনের যানবাহন চলাচল করেনি।
সংঘর্ষে নিহত যুবলীগ নেতা শফিকুল ইসলামের জানাজা শনিবার বাদ জোহর তাঁর নিজ গ্রাম সান্দিড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। জানাজায় সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশ নেয়। নিহত শফিকুল ওই গ্রামের মরহুম মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের দ্বিতীয় ছেলে।
জানাজার আগে মুসল্লিদের উদ্দেশে নিহতের ছোট ভাই সদ্য অনুষ্ঠিত পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বিশিষ্ট শ্রমিক নেতা রাশেদুল ইসলাম রাজা আবেগজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ভাইকে আর ফিরে পাব না। আমি চাই না আর কারো মায়ের কোল খালি হোক। আপনারা ধৈর্য ধারণ করুন। উসকানি দিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না।’
নিহত শফিকুলের বড় ভাই সান্তাহার সিএনজি মালিক-শ্রমিক সমিতির সভাপতি নূর ইসলাম উদ্ভূত পরিস্থিতির জন্য সান্তাহার টাউন পুলিশকে দায়ী করে বলেন, পুলিশ গুলি না চালালে তাঁর ভাই শফিকুল নিহত হতো না। তিনি অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।
যুবলীগ নেতা হত্যাকাণ্ডের ঘটনায় দলীয়ভাবে কোনো কর্মসূচি ঘোষণা না করলেও এই হত্যার প্রতিবাদে আজ সকাল ১০টার দিকে উত্তেজিত শ্রমিক জনতা শহরে লাঠি নিয়ে বিক্ষোভ মিছিল করে বিচার দাবি করেন। তাঁরা এ সময় শহরের বেশকিছু দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
বর্তমানে সান্তাহার শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরের মানুষের চোখে-মুখে উদ্বেগ-উৎকণ্ঠার ছাপ লক্ষ করা গেছে। শহর হয়ে পড়েছে জনশূন্য। দুদিন ধরে শহরের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে দেখা গেছে। শহরে ট্রেন ছাড়া কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ, বিজিপি ও র্যাব মোতায়েন করা হয়েছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ সান্তাহার পৌর জাতীয় পার্টির (জাপা) সভাপতি আবদুল লতিফ, কর্মী সজল ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম মন্টুকে আটক করেছে। দায়িত্ব অবহেলার অভিযোগে সান্তাহার টাউন ফাঁড়ির টিএসআই সানোয়ার হোসেন ও এটিএসআই আবদুল খালেককে বগুড়া পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক মালিক-শ্রমিক বিরোধের জের ধরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও পুলিশের রাবার বুলেট নিক্ষেপের ঘটনায় যুবলীগ নেতা শফিকুল ইসলাম, তাঁর ছোট ভাই বাসেদুল ইসলাম বাদশা, শ্রমিক সোহাগ হোসেনসহ ১০ জন আহত হন। আহতদের নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন। বাদশাকে রাজশাহী ও সোহাগকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। এই ঘটনায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।