চালককে হত্যা, গাড়ি নিয়ে পালানোর সময় গ্রেপ্তার ৪

খুলনায় একটি হিউম্যান হলার গাড়ির (মাহিন্দ্রা) চালককে হত্যা করে গাড়িটি ছিনতাই করে পালানোর সময় চার ব্যক্তিকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে ঢাকা-খুলনা মহাসড়কের পোনা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল আহমেদ জানান, সোমবার গভীর রাতে মাসুদ রানা, নূর ইসলাম, জনি দাস ও রনি সিকদার নামের চারজন একটি মাহিন্দ্রা নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। এ সময় টহল পুলিশের একটি দলের সন্দেহ হলে তাঁদের মাহিন্দ্রাসহ আটক করা হয়। তল্লাশির সময় চারজনের একজন পকেট থেকে একটি কার্ড ফেলে দেন। কার্ডটি তুলে দেখা যায়, তা মাহিন্দ্রা চালক ওহিদুর রহমান রিপনের। জিজ্ঞাসাবাদে ওই চারজন জানান, তাঁরা ওই ব্যক্তির মাহিন্দ্রা চুরি করেছে। পরে খুলনার লবণচরা থানায় ফোন দেয় টহল পুলিশ। সেখান থেকে জানা যায়, তারা একটি লাশ উদ্ধার করেছে। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে ওই চার ব্যক্তি চালক রিপনকে হত্যার কথা স্বীকার করেন।
নিহত রিপন সাতক্ষীরা জেলার লাবশা গ্রামের তৌহিদুর রহমানের ছেলে।
এ বিষয়ে নিহত চালক রিপনের ভাই শেখ শহীদ হোসেন জানান, সাতক্ষীরার আমতলায় একটি ভাড়া বাসায় থাকতেন রিপন। সেখান থেকে সন্ধ্যায় চার-পাঁচজন ব্যক্তি বাগেরহাট যাওয়ার কথা বলে তাঁর গাড়ি ভাড়া করেন। এরপর থেকেই তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে আজ মঙ্গলবার ভোরে খুলনার হরিণটানা থেকে রিপনের লাশ উদ্ধার করে লবণচরা থানা পুলিশ। এ বিষয়ে হত্যা মামলা করা হয়েছে বলে জানান শহীদ।