ফরিদপুরে অপহৃত শিশু উদ্ধার, আটক ১

ফরিদপুর নগরকান্দা উপজেলা থেকে অপহৃত শিশু মাদ্রাসাছাত্র মো. হেদায়েতুল্লাহকে (১০) অপহরণের চার দিন পর ভাঙ্গা উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণে জড়িত থাকার অভিযোগে পুলিশ মো. রুবেল খন্দকার নামের একজনকে আটক করেছে।
আজ সোমবার সকালে নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত দত্তের নেতৃত্বাধীন পুলিশদল শিশুটিকে উদ্ধার ও রুবেলকে আটক করে।
অপহৃত হেদায়েতুল্লা নগরকান্দার আশফরদী গ্রামের কামাল খন্দকারের ছেলে। আটক রুবেলের বাড়িও ওই গ্রামে।
নগরকান্দা থানার এসআই সুকান্ত দত্ত জানান, গত ১৪ জানুয়ারি দুই যুবক কাসিমুল উলুম মাদ্রাসার সামনে থেকে হেদায়েতুল্লাকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে হেদায়েতুল্লাহর পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপন দাবি করে। এ ঘটনায় ১৭ জানুয়ারি অপহৃতের বাবা নগরকান্দা থানায় অভিযোগ দেন।
এসআই সুকান্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার সকালে ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও অপহরণচক্রের সদস্য রুবেলকে আটক করা হয়।