ইবাদত-বন্দেগিতে শেষ হলো চন্দ্রপাড়া দরবারের ওরস

ফরিদপুরের চন্দ্রপাড়া দরবার শরিফের বার্ষিক ওরসে অংশগ্রহণকারীদের একাংশ। ছবি : এনটিভি
লাখো ভক্তের ইবাদত-বন্দেগিতে শেষ হলো ফরিদপুর সদরপুরের চন্দ্রপাড়া পাক দরবার শরিফের বার্ষিক ওরস।
আজ বুধবার ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরস শেষ হয়।
খোঁজ নিয়ে জানা যায়, দরবার শরিফের প্রতিষ্ঠাতা পীর শাহসুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপুরীর ৩১তম বেছালত দিবস উপলক্ষে এ ওরস অনুষ্ঠিত হয়।
দরবাদ শরিফ সূত্রে জানা যায়, পীরের রওজা জিয়ারত ও রাতভর ফাতেহা শরিফ পাঠ, পবিত্র কোরআন থেকে তর্জমা, জিকির-আসকার শেষে আজ ভোরে আখেরি মোনাজাত হয়। এতে নেতৃত্ব দেন গদিনসীন পীর শাহসুফি সৈয়দ কামরুজ্জামান মোজাদ্দেদী।
মোনাজাতে মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।