ধর্ম যার যার, আল্লাহ সবার : সাজেদা

জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। ছবি : সংগৃহীত
জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, ধর্ম যার যার, আল্লাহ সবার। সব ধর্মকে শ্রদ্ধা করে কাজ করে যেতে হবে।
আজ শুক্রবার দুপুরে ফরিদপুরের সালথায় অফিসার্স ক্লাব ও একটি মসজিদের উদ্বোধন করেন সাজেদা। পরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লিখিত কথা বলেন।
জাতীয় সংসদের উপনেতা বলেন, কোনো ধর্মের ওপর হস্তক্ষেপ করা যাবে না। তাহলে গুনাহ হবে।
সালথার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বাস রাসেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নগরকান্দা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর চৌধুরী বাবলু, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান প্রমুখ।