ভোলায় বাল্যবিবাহ রোধ এবং স্বাস্থ্যসেবা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

ভোলায় ছোট পরিবার ধারণার উন্মেষ, পুষ্টি, এএনসি নিরাপদ প্রসব, পিএনসি ও নবজাতকের যত্নের বিষয়ে জেলা পর্যায়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীদের সঙ্গে এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের একটি চায়নিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠান হয়। এর আয়োজক ছিল আইইএম ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভোলার উপপরিচালক মো. মাহমুদুল হক আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. ফরিদ উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগের ডেপুটি প্রোগ্রাম অফিসার শিখা দাস চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা তথ্য অফিসার মো. নুরুল আমিন, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, প্রবীণ সাংবাদিক আবু তাহের, কামাল হোসেন, অ্যাডভোকেট নজরুল হক অনু, মোকাম্মেল হক মিলন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সভাপতি মো. আফজাল হোসেন, হাসিব রহমান, নেয়ামত উল্যাহ, বোরহানউদ্দিন প্রেসক্লাব সভাপতি এম এন আকরাম হোসেন, অ্যাডভোকেট মনিরুল ইসলাম মেজবাহ উদ্দিন শিপু, ইন্দ্রজিৎ দে প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, ভোলায় বাল্যবিবাহ রোধে এখনই ব্যবস্থা নিতে হবে। না হলে মা ও তাঁর সন্তানের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়বে। একই সঙ্গে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল ও ইউনিয়ন ক্লিনিকগুলোর প্রতি নজর দেওয়া জরুরি। শুধু তা-ই নয়, যেসব চরাঞ্চলের হাজারো মানুষ এখন পর্যন্ত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত, তাদের এর আওতায় এনে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।