গোপালগঞ্জে বাসচাপায় স্কুলছাত্র নিহত

গোপালগঞ্জে বাসের চাপায় শাওন সিকদার (৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মেরী গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুস সোবাহান জানান, সকালে বোনের সঙ্গে স্কুলে যাচ্ছিল শাওন। এ সময় মহাসড়ক পার হতে গেলে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা মধুমতি পরিরহনের একটি যাত্রীবাহী বাস শাওনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পালিয়ে যাওয়ার সময় কাশিয়ানী থানা পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন।