ফরিদপুরে হঠাৎ পাগলা কুকুড়ের কামড়, আহত ২০

ফরিদপুরে পাগলা কুকুড়ের কামড়ে এক শিশুসহ ২০ পথচারী আহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা জানান, শহরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে হাজী শরিয়াতুল্লাহ বাজার পর্যন্ত এক কিলোমিটার এলাকায় আহতরা কুকুরের আক্রমণের শিকার হন। এদের বেশির ভাগেরই পায়ে কামড়ের ক্ষত রয়েছে। আহতদের মধ্যে ১২ জন ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসা নেন। এঁরা হলেন মোবারক হোসেন, সুজন মণ্ডল, অমর দাস, কবির হোসেন, শাওন, বেলায়েত হোসেন, মিলন, বিমল সাহা, মোহাম্মদ আলী, উজ্জ্বল, হৃদয় মোল্যা ও মন্টু কুমার দাস।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. গৌতম কুমার সাহা জানান, আক্রান্তদের ক্ষতস্থান পরিষ্কার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতদের স্বজনরা অভিযোগ করেন, হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও ভ্যাকসিন মজুদ না থাকায় বাইরে থেকে কিনতে হচ্ছে।
জরুরি বিভাগের সিনিয়র স্টাফ নার্স মো. আনসার আলী জানান, গত এক মাস ধরে এন্টিরাবিশ ভ্যাকসিন সাপ্লাই না থাকায় রোগীদের সরবরাহ করা সম্ভব হচ্ছে না।