ফরিদপুরে কবর খুঁড়ে পাঁচটি কঙ্কাল চুরি

ফরিদপুরের সদর উপজেলার কোমরপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে।
কবরস্থানসংলগ্ন মসজিদের ইমাম মো. হাফিজুল ইসলাম জানান, সকালে মসজিদসংলগ্ন কবরস্থানে গিয়ে তিনি কবরগুলো খোঁড়া দেখতে পান। পরে তিনি বিষয়টি এলাকাবাসীকে জানান।
এলাকাবাসীর বরাত দিয়ে অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য জয়গুন বেগম এনটিভি অনলাইনকে জানান, কবরগুলোর এক প্রান্তের বাঁশের ছাউনি তুলে কঙ্কালগুলো নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি হওয়া কঙ্কালগুলো হলো মতিনুর রহমান, আলমাছ মোল্লা, ইসমাইল শেখ, জরিনা বেগম ও লাভলু মোল্লার।
অম্বিকাপুর ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাহাঙ্গীর হোসেন মণ্ডল জানান, ওই কবরস্থানের একাধিক কবর আগে একইভাবে খোঁড়া থাকায় ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আগেও কঙ্কাল চুরি করেছে।