নির্বাচনী প্রচারের সময় ইউপি সদস্যের ওপর হামলা

নির্বাচনী প্রচারের সময় সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নে একজন সাধারণ সদস্য পদপ্রার্থীর ওপর প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। এ সময় পাঁচজন আহত হয়েছে। তাদের
সাতক্ষীরা সদর হাসপাতাল ও কলারোয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কলারোয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন সাধারণ সদস্য পদপ্রার্থী ও সোনাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. নুরল ইসলাম অভিযোগ করেন, আজ দুপুরে আমরা কয়েকজন মিলে প্রচার কাজে যাচ্ছিলাম। ইউসুফের মোড়ে আসামাত্র পেছন থেকে কয়েকজন দুর্বৃত্ত এসে আমার ও সমর্থকদের মাথায় সজোরে মোটা বাঁশের লাঠি দিয়ে আঘাত করে। এতে আমরা সবাই আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ি। পরে গ্রামবাসী আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আহত অন্যরা হলেন মো. শাহজাহান আলী, আবদুল মালেক, আবদুল খালেক ও আলাউদ্দিন গাজী।
নুরুল ইসলাম আরো জানান, তাঁর প্রতিদ্বন্দ্বী সাধারণ সদস্য পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা রেজাউল করিম ও তাঁর সমর্থক আলতাফ হোসেন, নূর হোসেন, ইয়ার আলী, নয়ন গাজী, শাহিন হোসেন এই হামলা করে। রেজাউল একজন ফেনসিডিল ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে বলেও অভিযোগ করেন নুরুল।
এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে। পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।