সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৫ ‘জেএমবি’ রিমান্ডে

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে আটক পাঁচজনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার পরিদর্শক রাহাত খান পাঁচজনকে হাজির করে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই এ আদেশ দেন।
রিমান্ডে নেওয়া পাঁচজন হলেন ময়মনসিংহ জেলা জেএমবির আমির হুজাইফা আকন্দ, ইয়াসিন আলী, মামুনুর রশিদ, আবুল হাশেম ও সফিউল ইসলাম খালিদ।গতকাল রোববার রাজধানীর ডেমরা মাতুয়াইল এলাকা থেকে জেএমবির ময়মনসিংহ জেলা আমিরসহ পাঁচ সদস্যকে আটক করে র্যাব।
র্যাব ১০-এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার রেজাউল করিম বার্তা সংস্থা ইউএনবিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৮টার দিকে কাঠেরপুল এলাকার একটি ছয়তলা ভবনে অভিযান চালায় র্যাব। ভবনটির সর্বোচ্চ তলা থেকে এই পাঁচজনকে আটক করা হয়। এ সময় ওই ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ বোমা, বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।