পঞ্চগড়ে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত

পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত তিনজন।
গতকাল সোমবার সন্ধ্যায় পঞ্চগড়-মাড়েয়া সড়কে এবং হাঁড়িভাসা ইউনিয়নের সাহেববাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গতকাল সন্ধ্যায় পঞ্চগড়-মাড়েয়া সড়কে মাহিন্দ্র ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরেন্দ্রনাথ চন্দ্র রায় (৬৫) ও তাঁর ভাগ্নে বিমল চন্দ্র রায় গুরুতর আহত হন। পরে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বীরেন্দ্রনাথ মারা যান। এ ঘটনায় আহত বিমলকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি আরো জানান, এ ঘটনায় ক্ষুব্ধ লোকজন মাহিন্দ্র ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয়। পরে বোদা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম মমিন জানান, গতকাল সন্ধ্যায় উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের সাহেববাজার এলাকায় বালুবোঝাই একটি ট্রাক উল্টে যায়। ঘটনাস্থলেই ট্রাকটির চালকের সহকারী সাইফুল ইসলাম (৩০) নিহত হন। এ সময় চালক সালাম ও চালকের অন্য সহকারী ইউনুস আহত হন।