গোপালগঞ্জে কৃতী ছাত্রীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

গোপালগঞ্জে কৃতী ছাত্রীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে এক ছাত্রীর হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমানসহ অন্যরা। ছবি : এনটিভি
গোপালগঞ্জে রাবেয়া-আলী স্কুল অ্যান্ড কলেজের কৃতী ছাত্রীদের সংবর্ধনা ও বৃত্তি দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের ওই শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক।
অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন প্রমুখ বক্তব্য দেন।
পরে ওই প্রতিষ্ঠানের প্রায় ৫০ জন ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয় ও তাদের হাতে বৃত্তির টাকা তুলে দেওয়া হয়।
অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান নারীশিক্ষার উন্নয়নে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ায় মা ও বাবার নামে এ কলেজটি প্রতিষ্ঠা করেন।