চট্টগ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আজ শুক্রবার সকাল থেকে নগরের ম্যানোলা পাহাড়ের পাদদেশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান চালায়। ছবি: এনটিভি
চট্টগ্রামের ম্যানোলা পাহাড়ের পাদদেশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
হজরত গরীব উল্লাহ শাহ মাজারের বিপরীত দিকে আজ শুক্রবার সকালে বিপুলসংখ্যক পুলিশ নিয়ে হাজির হন সিডিএর কর্মকর্তারা। উচ্ছেদ অভিযান চলাকালে সিডিএর কর্মকর্তারা জানান, নগরীর মাস্টারপ্ল্যান অনুযায়ী স্থানটি গ্রিন জোন হিসেবে সংরক্ষিত থাকার কথা। কিন্তু পাহাড়টির মালিক সিডিএর অনুমতি না নিয়ে সেখানে বেশ কিছু দোকান ও শোরুম নির্মাণ করেন। এ নিয়ে চার বছর আইনি লড়াই শেষে উচ্চ আদালতের রায় পেয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে সিডিএ।
এ সময় ব্যবসায়ীরা পরিস্থিতির শিকার জানিয়ে উপস্থিত কর্মকর্তাদের কাছে আরো কিছু সময় দেওয়ার অনুরোধ জানালেও তার আর সুযোগ নেই বলে জানান সিডিএর কর্মকর্তারা।