সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে আজ শনিবার ট্রাকের চাপায় শিল্প পুলিশের এএসআই জানে আলম নিহত হয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশ কাটা ঘরের সামনে তাঁর সহকর্মীরা। ছবি : এনটিভি
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের চাপায় শিল্প পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জানে আলম নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম জেলা পুলিশের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) মীর গোলাম ফারুক জানান, আজ ভোর পৌনে ৫টায় সীতাকুণ্ড উপজেলার তালতলা ব্রিজ এলাকায় কর্তব্যরত অবস্থায় ছিলেন শিল্প পুলিশের এএসআই জানে আলম। এ সময় দ্রুত গতির একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নিহত জানে আলমের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়।