আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

সাভারের আশুলিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় বাসচাপায় নিহত হন এক বৃদ্ধা । তাঁর পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
বিকেল সাড়ে ৫টার দিকে বিশমাইল-জিরাবো সড়কের পুকুরপাড় এলাকায় অরুনিমা গার্মেন্টসের সামনে বালুভর্তি ট্রাকচাপায় নিহত হয় এক অটো রিকশাচালক।
সড়ক দুর্ঘটনার ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। এ দুটি ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে ।