রংপুরে স্কুলছাত্র হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

রংপুর জেলা ও দায়রা জজ আদালত। ছবি : এনটিভি
রংপুরে স্কুলছাত্র হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু জাফর মুহাম্মদ কামরুজ্জামান।
আজ রোববার এই রায় দেওয়া হয়। এ মামলায় অপর এক শিশু আসামির বিচার চলছে কিশোর আদালতে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, জেলার পীরগঞ্জ উপজেলার নজরমামুদ গ্রামের বাসিন্দা যুবক লাজু, রায়হান ও কিশোর সবুজ ২০১১ সালের ২০ মার্চ সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ষষ্ঠ শ্রেণির ছাত্র স্বপনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের বাঁশঝাড়ে গলা টিপে ও মুখে বিষ ঢেলে হত্যা করে। এ ঘটনায় স্বপনের বাবা বাবু মিয়া বাদী হয়ে পীরগঞ্জ থানায় তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রোববার দুপুরে জনাকীর্ণ আদালতে এই রায় দেওয়া হয়।