সাত জেলায় ১৩ ভবনে ফাটল, আহত ৪০০

ভূমিকম্পে কুমিল্লা, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, শেরপুর, পঞ্চগড় ও যশোরে ১৩টি ভবনে ফাটল দেখা দিয়েছে। রাজশাহী, নওগাঁ ও গাজীপুরে চারটি ভবন হেলে পড়েছে। মুন্সীগঞ্জে একটি কারখানা সামান্য দেবে গেছে।
ভূমিকম্পে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ও আতঙ্কিত হয়ে পাবনা, কুমিল্লা, ঢাকার সাভার, মানিকগঞ্জ, কুষ্টিয়া, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ ও মাগুরায় অন্তত ৪০০ শ্রমিক, শিক্ষার্থী, সাধারণ লোকজন আহত ও অসুস্থ হয়েছেন।
ভূমিকম্পের সময় দেশের বিভিন্ন স্থানে লোকজন আতঙ্কে ভবন থেকে নেমে বাইরে বের হন। নদ-নদী ও পুকুরের পানি এক থেকে দুই ফুট উঁচুতে উঠে যায়।
আজ শনিবার দুপুর ১২টা ১১ মিনিটে দেশের বিভিন্ন স্থানে বেশ কিছুক্ষণ ধরে ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের লামজুং থেকে ২৯ কিলোমিটার পূর্বের একটি এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৯। ভারত ও ইউরেশিয়া প্লেটের সংঘর্ষে এ ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল ১৫ কিলোমিটার গভীরে।
দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
অসীম মন্ডল, সিরাজগঞ্জ : ভূমিকম্পের কারণে চৌহালী উপজেলার মধ্য খাসকাউলিয়ায় অবস্থিত খাসকাউলিয়া সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবন ও টয়লেট এবং এনায়েতপুর থানার খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের দেয়াল, সিঁড়িসহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।
খুকনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম ও খাসকাউলিয়া স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন। তাঁরা জানান, হঠাৎ করে ভূমিকম্প শুরু হলে তাঁরা সাথে সাথে ছাত্রছাত্রীদের নিয়ে বাইরে বের হয়ে আসেন। নতুন ভবনগুলো টেকসই না হওয়ায় এই ফাটলের ঘটনা ঘটেছে বলে তাঁরা প্রাথমিকভাবে মনে করছেন। এদিকে সিরাজগঞ্জের মাছের বাজারের দ্বিতল ভবনে ফাটল দেখা দিয়েছে।
আসাদুর রহমান জয়, নওগাঁ : আকস্মিক ভূমিকম্পে নওগাঁ শহরের দুবলহাটি সড়কে দুটি তিন তলা ভবন হেলে পড়েছে। পৌরসভার মেয়র মো. নজমুল হক সনি জানান, ভূমিকম্পের সময় নওগাঁ শহরের দুবলহাটি সড়কে অবস্থিত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. সামসুল আলম এবং একই এলাকায় আকতার হোসেন নামের অপর এক ব্যক্তির দুটি তিনতলা ভবন হেলে পড়ে। এ সময় অনেকে ঘর থেকে বাড়ির বাইরে চলে আসেন।
নাসির আহমেদ, গাজীপুর : শ্রীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদেকুর রহমান বলেন, ‘ভূমিকম্পে শ্রীপুরের নয়নপুর এলাকায় অবস্থিত রিদিশা নিটেক্স লিমিটেড নামের পোশাক কারখানার ছয়তলা ভবন হেলে পড়েছে—এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যাই। ভবনটি হেলে পড়েছে কি না, তা পরিষ্কারভাবে বোঝা যায়নি। তবে শ্রমিকদের দাবি, ভূমিকম্পের পর কারখানার ভবনটি আগের তুলনায় কিছুটা হেলে পড়েছে। প্রকৌশলীর মতামত ছাড়া এ ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না।’
কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক মো. কাজী ফারুক হোসেন জানান, ভূমিকম্পের কারণে কারখানার তেমন ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘটনার পর কারখানায় ছুটি দেওয়া হয়েছে।
এ ছাড়া আজ গাজীপুরের টঙ্গীতে হপলোন ফ্যাশন নামের একটি কারখানার ভবনের নিচের অংশের এক পাশের মাটি সরে গিয়ে ভবনে ফাটলের সৃষ্টি হয়। এ ছাড়া কারখানার সীমানা প্রাচীরের একাংশ ধসে যায় । এ কারণে কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেওয়ায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
মহব্বত হোসেন, টাঙ্গাইল : ভূমিকম্পে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামার সময় টাঙ্গাইলের ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অন্তত ১৫ ছাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে ১০ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান জানান, প্রতিদিনের মতো ক্লাস চলার সময় দুপুরে ভূমিকম্প অনুভূত হলে দোতলা ভবনটি কেঁপে ওঠে। এতে ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত ছাত্রীরা সিঁড়ি দিয়ে দ্রুত নেমে আসার সময় পদদলিত হয়ে ১৫ ছাত্রী আহত হয়।
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হাসিব আহসান জানান, আহত ছাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ : ভূমিকম্পে আতঙ্কিত হয়ে নয়জন নারী অসুস্থ হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ভয়ে অচেতন হয়ে নয়জন নারী হাসপাতালে আসেন। এঁদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিরাও আশঙ্কামুক্ত।
মো. জালাল উদ্দিন, কুমিল্লা : শহরের ইপিজেডে অবস্থিত কাদেনা নিটওয়্যার ফ্যাক্টরি থেকে একসাথে বের হওয়ার সময় শতাধিক শ্রমিক পদদলিত ও আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে ৫৭ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া শহরের সোনার বাংলা হাসপাতাল, মডার্ন হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতালসহ স্থানীয় বেশ কয়েকটি হাসপাতালে অর্ধশতাধিক শ্রমিককে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া শহরের পুরাতন চৌধুরীপাড়া ও রেসকোর্স এলাকায় অন্তত চারটি আবাসিক ভবন হেলে গিয়ে দেয়ালে ফাটল দেখা দিয়েছে।
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ : ভূমিকম্পে মানিকগঞ্জের তারাসিমা অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার পাঁচতলা ভবন থেকে হুড়োহুড়ি করে নামার সময় অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছে। এঁদের মধ্যে মারাত্মক আহত ১১ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁরা হলেন শাহনাজ বেগম (২৬), সাফিয়া (২৮), সাথী (২৫), কুলসুম (২৬), হামিদা (২৮), শাহনাজ আক্তার (৩০), শিউলী (২৫), চায়না (২৫), রুবি (২৫), তাহমিনা (৩৫) ও আম্বিয়া (২৭)।
তারাসিমা অ্যাপারেলস লিমিটেডের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাওন দেবনাথ জানান, ভূমিকম্পনের সময় পাঁচতলা ভবনে প্রায় ছয় হাজার শ্রমিক কাজ করছিলেন। এ সময় ভয় ও আতঙ্কে দ্রুত নিচে নামতে গেলে ধাক্কাধাক্কি ও দেয়ালের চাপায় অর্ধশতাধিক শ্রমিক আহত হন।
জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আনিছুর রহমান জানান, আহতদের শরীরের কোনো ধরনের ইনজুরি নেই। তাঁদের মাথা ঘুরছিল ও বমি করছিলেন। ভয় ও আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
এবিএম ফজলুর রহমান, পাবনা : ভূকম্পনে আতঙ্কিত হয়ে পাবনা আদর্শ গার্লস হাইস্কুল, আটঘরিয়া পাইলট উচ্চ বিদ্যালয় ও চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অন্তত ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভূকম্পনের আতঙ্ক ছড়িয়ে পড়লে ঈশ্বরদী ইপিজেডের অন্তত ৭০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জাহিদুর রহমান, সাভার: প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, সাভারের উলাইল এলাকায় আল মুসলিম গ্রুপের ১০ তলাবিশিষ্ট বিশাল কারখানায় আজ ১০ হাজারের বেশি শ্রমিক কাজ করছিলেন। সোয়া ১২টার দিকে হঠাৎ করে কারখানার বহুতল ভবনগুলো কেঁপে ওঠে। এ সময় কারখানার মেশিন গড়িয়ে পড়লে এবং মাথার ওপরে থাকা ফ্যান বিকট শব্দে নড়াচাড়া করলে আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা। একযোগে কয়েক হাজার শ্রমিক হুড়াহুড়ি করে নামতে গিয়ে পদপিষ্ট হয়ে আহত হন শতাধিক শ্রমিক।
শ ম সাজু, রাজশাহী : শহরের মালোপাড়ায় একটি পুরোনো দোতলা ভবন পাশের একটি তিনতলা ভবনের ওপর হেলে পড়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ : জেলার কাশিয়ানী উপজেলার ফুকরা মদন মোহন একাডেমির তিনতলা ভবনের আট থেকে ১০টি স্থানে ফাটল দেখা দিয়েছে। এ সময় শিক্ষার্থীরা দ্রুত মাঠে নেমে আসে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আইয়ুব আলী, ময়মনসিংহ : ভূমিকম্পের সময় ধোবাউড়া উপজেলায় স্কুলভবন থেকে লাফ দিয়ে নামতে গিয়ে এক শিক্ষক ও সাত শিক্ষার্থীসহ আটজন আহত হয়েছে। আহত স্কুলশিক্ষক কালিকাপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। শিক্ষার্থীদের নাম পাওয়া যায়নি। আহতদের ধোবাউড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই আশঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিকা খাতুন।
সাইফুল ইসলাম সজল, যশোর : ভূমিকম্পে যশোর শহরের মুসলিম একাডেমি স্কুলের মূল ভবনের দেয়ালে ফাটল সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ স্কুল ছুটি ঘোষণা করেছে। স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জোহর আলী বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ভূমিকম্পে স্কুলটির ৭০ বছরের পুরোনো মূল ভবনের তিনটি স্থানে ফাটলের সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়েছে।
সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, পঞ্চগড় : জেলা শহরের কয়েকটি বাড়ির পলেস্তারা ও গ্লাস ভেঙে পড়েছে। পঞ্চগড় বাজারের আনিছের কাপড়ের দোকানের একটি পাকা দেয়াল ধসে পড়ে একজন আহত হয়েছে। অন্যদিকে ভূমিকম্পের আতঙ্কে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী ও শিক্ষক অসুস্থ হয়ে পড়ে। তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা রানী নিজেও অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছেন। পঞ্চগড় এভারেস্ট প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষের ফ্যান খুলে পড়ে এবং বাল্ব ফেটে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ভূমিকম্পের সময় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আটোয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ছয় শিক্ষার্থী আহত হয়েছে। এ ছাড়া আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবনে ফাটল দেখা দিয়েছে।
আহতদের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসক মওলা বকস চৌধুরী শিক্ষার্থীদের ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ভূগোল বিভাগের প্রধান তৌহিদুল বারী বাবু জানান, ভূমিকম্পের মাত্রা বেশি না হলেও স্থায়িত্ব ছিল তিন মিনিটের বেশি। পঞ্চগড় নেপাল, ভুটান, ভারতসহ ভূমিকম্প উৎপত্তিস্থলের কাছাকাছি হওয়ায় এ এলাকায় ঘন ঘন ভূমিকম্পন হচ্ছে।
ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া : প্রায় দুই মিনিট স্থায়ী ভূমিকম্পে কুষ্টিয়ার মিরপুরে সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। ভূমিকম্পের সময় ভয় ও মাথা ঘোরা এবং তাড়াহুড়া করে বিদ্যালয় কক্ষ থেকে বাইরে বের হতে গিয়ে তারা অসুস্থ হয়ে পড়ে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিউল ইসলাম জানান, ১৪ জন শিক্ষার্থী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।
হাসপাতালের চিকিৎসক স্বপন কুমার জানান, এদের মধ্যে কয়েকজন বমি করেছে। অসুস্থ ব্যক্তিদের অবস্থা তেমন গুরুতর নয়।
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের মুক্তারপুর-পঞ্চবটি সড়কের চর সৈয়দপুর এলাকার বর্ণালী ফেব্রিকস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের লোহার তৈরি তিনতলা একটি ভবনের একাংশ সামান্য দেবে গেছে। তবে কেউ হতাহত হয়নি।
বর্ণালী ফেব্রিকসের মালিক প্রকৌশলী এম এ রশীদ দাবি করেন, জাপানের সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে এ ভবন তৈরি করা হয়েছে সম্পূর্ণ লোহা দিয়ে। বেশি মাত্রায় ভূমিকম্প হলে এটা কম্পনের সৃষ্টি হবে, সহজে ভাঙবে না। তবে শ্রমিকদের মাঝে আতংক সৃষ্টি হয়েছে বেশি মাত্রায় কম্পনের ফলে। কিন্তু কোনো ক্ষতি হয়নি।
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা : ভূমিকম্প চলাকালে খুলনা নগরের শিববাড়ীর মোড় এলাকায় আকুঞ্জী টাওয়ারের গ্লাস ভেঙে যায়। নগরের বড় বাজার এলাকার একটি পুরোনো ভবনে বড় ধরনের ফাটল দেখা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শফিকুল ইসলাম শফিক, মাগুরা : সদর উপজেলার শত্রুজিৎপুর গ্রামে ভূমিকম্পের সময় টিউবঅয়েলে পানি তোলার সময় সুরভি খাতুন (৩০) নামের এক গৃহবধূ পড়ে যান। এতে তাঁর মাথা ফেটে যাওয়ায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাকন রেজা, শেরপুর : জেলা শহরের দুটি বিল্ডিংয়ে ফাটল ধরার খবর পাওয়া গেছে। শেরপুর ফায়ার সার্ভিসের তথ্যকেন্দ্র থেকে জানানো হয়, বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটেনি।
আবু হোসাইন সুমন, মংলা : বাগেরহাটের মংলা শহরের বিভিন্ন স্থানের পুকুর, নদী-খালের পানি উপচে পড়ে।
নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ : শহরের ভবনগুলোর মানুষ ভয়ে ও আতঙ্কে দ্রুত নিচে নেমে যায়। পোশাক কারখানার শ্রমিকরাও কাজ ফেলে নিচে নেমে যায়। জেলার সোনারগাঁও, বন্দর, রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলায় ভূমিকম্পের সময় নদী ও পুকুরের পানি এক থেকে দুই ফুট উঁচুতে উঠে যায়। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি।
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা : ভূকম্পনের ফলে বৃদ্ধ, দুর্বল ও শিশুদের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হয়। অনেকে মাটিতে পড়ে যান। ভূকম্পনের সময় হিন্দু নারীদের উলুধ্বনি ও শাঁখ বাজাতে শোনা গেছে।
এ ছাড়া চট্টগ্রাম, সিলেট, রংপুর, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, বান্দরবান, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নেত্রকোনাসহ দেশের প্রায় সব জেলায় ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।