গোপালগঞ্জে শিক্ষার্থী সুপ্রিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জের কলেজছাত্রী সুপ্রিয়া হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনের একাংশ। ছবি : এফএনএস
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষার্থী সুপ্রিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় স্থানীয় ধারাবাশাইল বাজারে এই মানববন্ধনে অংশ নেন ওই কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।
মানববন্ধন থেকে অবিলম্বে সুপ্রিয়ার হত্যাকারী অশোক বল্লভ ও তার সহযোগীদের শাস্তি দাবি করা হয়।
গত ১৩ আগস্ট কোটালীপাড়া উপজেলার ভেন্নাবাড়ী গ্রাম থেকে সুপ্রিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কোটালীপাড়া থানায় সুপ্রিয়ার মা নয়ন গাইন বাদী হয়ে একটি মামলা করেন। এরই মধ্যে মামলার প্রধান আসামি অশোক বল্লভসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।