দক্ষিণে ভোট দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে তিনি ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, সকাল ৮টায় প্রধানমন্ত্রী ধানমণ্ডির ওই ভোটকেন্দ্রে পৌঁছান। এর দুই মিনিট পর ভোট দিয়ে তিনি বেরিয়ে যান।urgentPhoto
ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এ নির্বাচনের মাধ্যমে ঢাকার প্রায় ৪৩ লাখ ভোটার উত্তর ও দক্ষিণের দুই মেয়র নির্বাচিত করবেন ।
সকাল পৌনে ৯টা পর্যন্ত ঢাকার কোনো জায়গায় কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। সকালে ভোট দিতে আসা কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা শান্তিপূর্ণভাবেই ভোট দিচ্ছেন।