গুলশান হামলার বোমা প্রস্তুতকারী সোহেল মাহফুজ

জেএমবির পুরোনো ধারার সক্রিয় সদস্য সোহেল মাহফুজ রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার বোমা প্রস্তুতকারী ও গ্রেনেড সরবরাহকারী ছিলেন বলে দাবি করেছে পুলিশ।
আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
রাজধানীতে জাল নোট চক্রের আটজন ও অজ্ঞান পার্টির ২১ জনকে গ্রেপ্তারের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মনিরুল ইসলাম বলেন, গুলশান হামলায় ব্যবহৃত গ্রেনেডগুলো সোহেল মাহফুজ সরবরাহ করেছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তিনি জেএমবির পুরাতন ধারার সঙ্গে যুক্ত ছিলেন। ‘নিও জেএমবি’ নামে জঙ্গিরা এখন যে ধরনের নতুন তৎপরতা শুরু করেছে, এই তৎপরতার সঙ্গে তাঁর সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাঁকে খুঁজছে পুলিশ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার অজ্ঞান পার্টির ২১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।