একসঙ্গে কাজ না করলে জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়

গোটাবিশ্ব একসঙ্গে কাজ না করলে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয় বলে মনে করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে দুই দিনব্যাপী সাউথ এশিয়া জুডিশিয়াল কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন রাষ্ট্রপতি।
আবদুল হামিদ বলেন, বিশ্বের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশই দক্ষিণ এশিয়ায় এবং জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতির শিকার হবে এ অঞ্চল।
বাংলাদেশ নিজস্ব অর্থায়নে ৪০ কোটি মার্কিন ডলারের জলবায়ু ফান্ড গঠন করেছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন প্রকল্প ও পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে সরকার। এ ইস্যুতে আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপর্ণ এবং বাংলাদেশের আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান তিনি। কিয়োটো প্রটোকল ও প্যারিস চুক্তির বাস্তবায়নে উন্নয়ন সংস্থা এবং বিশ্বনেতাদের এগিয়ে আসারও আহ্বান জানান রাষ্ট্র্রপতি।