গোপালগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

স্কুলছাত্রী ধর্ষণের সঙ্গে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন। ছবি : এনটিভি
গোপালগঞ্জের সাতপাড়ে স্কুলছাত্রী ধর্ষণের সঙ্গে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার সাতপাড় দীননাথ গোয়ালী চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে এ মানববন্ধন করে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এতে স্কুলের শিক্ষক ও এলাকাবাসী অংশ নেয়।
ওই বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে গতকাল বুধবার রাতে একই এলাকার বাপ্পী বিশ্বাস ও তার সহযোগীরা বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করে আবার বাড়িতে ফিরিয়ে দিয়ে যায়। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। মামলার প্রস্তুতি চলছে।