গোপালগঞ্জে প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

ছবি : এনটিভি
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে গোপালগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সমাজসেবা অধিদপ্তর এ কমর্সূচির আয়োজন করে।
দিবসটি উপলক্ষে আজ শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তাসহ প্রতিবন্ধীরা অংশ নেন।
এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সমীর মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আওয়ামী লীগ নেতা শেখ রুহুল আমীন, শহীদুল ইসলাম ও অন্য ব্যক্তিরাও বক্তব্য দেন।