বিএনপির আন্দোলনে অক্টোবরে সরকারের পতন হবে : কাজী মনিরুজ্জামান

বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, এই অক্টোবর মাসে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। বিএনপির দুর্বার আন্দোলনে ভেসে যাবে সরকার।
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ রূপগঞ্জের কাঞ্চন এলাকায় উপজেলা বিএনপির আয়োজিত বেগম খালেদা জিয়ার জন্য মুক্তি কামনায় দোয়া ও ২৭ সেপ্টেম্বর জেলা বিএনপির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাজী মনির আরও বলেন, ‘চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী ২৭ সেপ্টেম্বরে সরকার পতনের আন্দোলনের এক দফা দাবিতে নারায়ণগঞ্জে বিএনপির সমাবেশে লাখ মানুষের সমাগম হবে।’ তিনি বলেন, ‘সরকার ভীত হয়ে বেগম খালেদা জিয়াকে মুক্তি সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না।’
’আবারও একটি পাতানো নির্বাচনের পরিকল্পনা করছে যা দেশের জনগণ মেনে নেবে না’ বলে মন্তব্য করেন মনির। তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া বর্তমান সরকারের অধীনে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না।
কাঞ্চনপুর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হামিদুল হক খানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেনসহ অনেকেই।