১০১ মোবাইলফোন ও ৩ লাখ টাকা উদ্ধার করে দিল পুলিশ

সাতক্ষীরায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। এ ছাড়া বিকাশ ও নগদে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া তিন লাখ সাত হাজার ৮৯৫ টাকা উদ্ধার করে তা ফেরত দেওয়া হয়েছে।
আজ রোববার (২০ এপ্রিল) পুলিশ লাইনের ড্রিলশেডে প্রকৃত মালিকদের কাছে এসব মোবাইল ফোনসেট ও টাকা হস্তান্তর করা হয়।
জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এসব মোবাইলফোন ও টাকা উদ্ধার করে।
হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ডিআই-১ চৌধুরী রেজাউল করিম, আরআই আবুল কাশেম, আরও-১ মোল্যা মিরাজুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ সুপার বলেন, সাতক্ষীরায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এক হাজার ৪৪১টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিকাশ ও নগদে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩৯ লাখ ৭২ হাজার ১৩৫ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে পৌঁছে দেওয়া হয়। শুধু ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত মোট ১০১টি মোবাইল ফোনসেট এবং তিন লাখ সাত হাজার ৮৯৫ টাকা উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে।
পুলিশ সুপার প্রতারক ও হ্যাকারদের কবল থেকে সাবধান থাকার পরামর্শ দিয়ে বলেন, লোভে পড়বেন না। বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে সতর্ক থাকতে হবে। পুলিশ আপনাদের সেবায় সব সময় নিয়োজিত রয়েছে। অপরাধীদের রুখতে পুলিশ সব সময় তৎপর। আমরা কোনো অন্যায়ের সঙ্গে আপস করব না। শুধু আপনারা আমাদের সহযোগিতা করবেন।