বিমানবন্দরে হজযাত্রীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ইউনাইটেড হাসপাতালের

হজযাত্রীদের জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করেছে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ওষুধের ব্যবস্থাও রাখা হয়েছে তাঁদের জন্য।
আজ সোমবার (২৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ।
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে চালু হওয়া এই স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে দেশ ছাড়ার আগে হজযাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করতে পারবেন।
আজ প্রথম ফ্লাইট থেকে শুরু করে শেষ ফ্লাইট পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে এই বিশেষ স্বাস্থ্যসেবা কেন্দ্র। যেকোনো সময় প্রয়োজনীয় সেবা ও ওষুধ গ্রহণ করা যাবে এখান থেকে। ফ্লাইটে ওঠার আগে নিজের শরীরের অবস্থা একবার পরীক্ষা করে নেওয়ার সুবিধাও থাকবে এখানে। শেষ মুহূর্তের কোনো প্রয়োজন মেটাতেও এটি বড় সহায়ক হবে।
সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবাকে আরও সহজ করতে ও মানসম্মত চিকিৎসাসেবা মানুষের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার অংশ হিসেবেই এই উদ্যোগ নিয়েছে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।