দুই বাংলাদেশিকে ৮ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া এসএসসি পরীক্ষার্থী মাহফুজ ইসলাম রিমন ও তার মামা সাজেদুল ইসলামকে আট ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
গতকাল শুক্রবার (২ মে) দিনগত রাত ২টার দিকে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এর আগে, গতকাল শুক্রবার সন্ধ্যায় আন্তর্জাতিক সীমান্তের ৮২৫ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব পিলার সংলগ্ন এলাকায় কাঁটাতারের এপারে টিকটক ভিডিও করার সময় রিমন ও সাজেদুলকে আটক করে বিএসএফ। ওই এলাকা ভারতীয় এক চা বাগানের সীমানার কাছাকাছি হওয়ায় বিএসএফের টহল সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।
বিজিবির পক্ষ থেকে দ্রুত উদ্যোগ নেওয়ার পর বিএসএফ পতাকা বৈঠকে সম্মত হয় এবং দুই বাংলাদেশিকে ফেরত দিতে রাজি হয়।
বিজিবি জানিয়েছে, রিমন ও সাজেদুলের সঙ্গে বিএসএফ কোনো দুর্ব্যবহার করেনি। দেশে ফেরার পর তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।