গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন। ছবি : এনটিভি
গাজীপুরের কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী এলাকায় একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হঠাৎ দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুট গুদামে আগুন লাগে। এ সময় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।