আফতাবনগরে কোরবানির পশুরহাট বসানো যাবে না : হাইকোর্ট

রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুরহাট বসানোর ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। আজ রোববার (৪ মে) এ বিষয়ে রিটের শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এ আদেশের ফলে চলতি বছর আফতাবনগরে কোরবানির গরুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন রিটকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।
ইউনুছ আলী আকন্দ আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গত ২১ এপ্রিল আফতাবনগর আবাসিক এলাকায় পশুরহাট বসানোর জন্য একটি ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। অথচ হাইকোর্টে এ বিষয়ে একটি রুল এখনও বিচারাধীন রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে হাট বসানোর উদ্যোগ আইন লঙ্ঘনের শামিল।
এর আগে, গত ২৫ এপ্রিল এ বিষয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রিটে রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুরহাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করা হয়।
রিটে বলা হয়, আফতাবনগর একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা। সেখানে কোরবানির পশুরহাট বসানো হলে জনদুর্ভোগ সৃষ্টি হয়, যানজট বাড়ে, স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশদূষণও দেখা দেয়। এসব বিবেচনায় এলাকাটি পশুরহাটের জন্য অনুপযুক্ত।