নাটোরে ওয়ালটনের শোরুমে আগুন

নাটোর শহরের কানাইখালী এলাকায় অবস্থিত ওয়ালটনের একটি ইলেকট্রনিক্স শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফ্রিজ, এসিসহ প্রায় ১৫ লাখ টাকার পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সেনাবাহিনী, পুলিশ ও ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শোরুমের শাখা ব্যবস্থাপক দেওয়ান শাহ আলম জানান, মঙ্গলবার (৬ মে) ভোর সাড়ে ৫টার দিকে শোরুমের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে নৈশপ্রহরীরা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শাখা ব্যবস্থাপক শাহ আলম আরও জানান, বিদ্যুৎ সংযোগের সেন্ট্রাল পয়েন্ট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে আমরা প্রায় ১৫ লাখ টাকার পণ্যের ক্ষতির হিসাব পেয়েছি, তবে তদন্ত শেষে এই পরিমাণ আরও বাড়তে পারে।