আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় অতিরিক্ত আইজিকে (প্রশাসন) প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপরদিকে এই ঘটনায় কিশোরগঞ্জের পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ হেড কোয়ার্টারের সহকারী পুলিশ সুপার একেএম কামরুল আহসান।
এর আগে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের এক অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়। একই ঘটনায় মো. আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা ও এসবির এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের ৯ মাস পর দেশ ছাড়েন রাষ্ট্রপতি আবদুল হামিদ। গতকাল বুধবার (৭ মে) দিনগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। তার বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা না থাকায় তাকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় আবদুল হামিদের বিরুদ্ধে হত্যা মামলা হয়। সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ ১২৪ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ছাত্র-জনতার গড়ে ওঠা ঐক্য-আন্দোলনকে দমন করতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামি তালিকায় থাকা অন্যান্য মন্ত্রী-এমপি ও আওয়ামী লীগের নেতারা সারা দেশে গণহত্যার পরিকল্পনা করেন। সেই মোতাবেক তারা কিশোরগঞ্জে যাতে কোনো আন্দোলন হতে না পারে, সে বিষয়ে বাকি আসামিদের নির্দেশ দেন।