ছাত্র-জনতার মিছিলে হামলা : ইউপি চেয়ারম্যানসহ ৪ জন কারাগারে

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও হামলার ঘটনার মামলায় দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ চারজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮ মে) দিনগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুরে তাদের আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন–নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আউড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম পলাশ, মুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী রবিন, আউড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পলাশ মোল্যা ও শেখহাটি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রুহুল আমিন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার মামলায় এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গত বছরের ৪ আগস্ট সদরের মালিবাগ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি বিক্ষোভ মিছিল বের হয়। ওই মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও মারধরের অভিযোগে ১০ সেপ্টেম্বর সদর থানায় মামলা করেন সদর উপজেলা বিএনপির তৎকালীন সদস্যসচিব ও বর্তমান সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ।
মামলায় আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, তাঁর বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ ৯০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। ওই মামলায় এজাহারনামীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের চার নেতাকর্মীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়।