নির্বাচনি অপপ্রচার রোধে জর্জিয়া থেকে অভিজ্ঞতা নেবে ইসি

নির্বাচনি অপপ্রচার রোধে জর্জিয়া থেকে অভিজ্ঞতা নেবে নির্বাচন কমিশন (ইসি)। সেজন্য দুই সদস্যের একটি প্রতিনিধি দল দেশটিতে পাঠাচ্ছে সাংবিধানিক সংস্থাটি।
সম্প্রতি ইসির সহকারী সচিব সৈয়দ গোলাম রাশেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।
নির্বাচন সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংগঠন ইলেকশন ম্যানেজমেন্ট বডিস (ইএমবিএস) এর নির্বাচনি অপপ্রচার সংক্রান্ত ১২তম বার্ষিক সভায় যোগ দিতে দুই সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন ইসির আইন শাখার যুগ্ম সচিব মো. ফারুক আহমেদ।
তার সঙ্গে থাকবেন রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম। সভাটি আগামী ৫ ও ৬ জুন জর্জিয়ার কাখেতিতে অনুষ্ঠিত হবে।