দেশীয় অস্ত্রসহ ভুয়া মৎস্যজীবী দলনেতা আটক

নাটোরের সিংড়ায় যৌথবাহিনীর অভিযানে বিপুল দেশীয় অস্ত্রসহ আব্দুল কুদ্দুস নামে মৎস্যজীবী দলের এক ভুয়া নেতাকে আটক করেছে যৌথবাহিনী। গতকাল রোববার (১১ মে) রাতে সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নের বামিহাল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, আটক আব্দুল কুদ্দুস নিজের চেম্বারে জাতীয় নেতাদের ছবি ও বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে এলাকায় ভয়ভীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন। কুদ্দুসের চেম্বার ও বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ফালা, নির্যাতনের সরঞ্জামসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি সরকারি গাছ কাটা, পুকুর ও জমি দখল, চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত ছিলেন।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ দাবি করেন, কুদ্দুস বিএনপির কেউ নন, তিনি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের অনুসারী ছিলেন।
নাটোর জেলার দায়িত্বরত সেনা অধিনায়ক লে. কর্নেল মুকতাদির জানান, নির্যাতিত স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে তদন্তে সত্যতা পাওয়ায় আব্দুল কুদ্দুসের কথিত দলীয় অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে দেশীয় অস্ত্রসহ তাকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।