চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু

চুয়াডাঙ্গায় শুরু হয়েছে মৌসুমি ফল আম সংগ্রহ। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) জেলার আদর্শ মহিলা কলেজ সংলগ্ন আমবাগান থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের সূচনা হয়। আম সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
কৃষি বিভাগের নির্ধারিত ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ অনুযায়ী, ১৫ মে থেকে আঁটি, গুঁটি ও বোম্বাই জাতের আম সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে। আগামী ২২ মে থেকে হিমসাগর, ২৮ মে ল্যাংড়া, ৫ জুন আম্রপালি, ১৫ জুন ফজলি এবং ২৮ জুন থেকে বারি-৪ জাতের আম সংগ্রহ শুরু হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার। তিনি জানান, চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলায় প্রায় ২ হাজার ৩০০ হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। এবছর প্রায় ৩৫ হাজার মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
মাসুদুর রহমান সরকার আরও বলেন, প্রতি কেজি আমের গড় উৎপাদন মূল্য ৩০ থেকে ৪০ টাকা ধরে এ খাতে দেড়শ কোটি টাকার মতো বাণিজ্য হতে পারে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, আম উৎপাদনের ক্ষেত্রে চুয়াডাঙ্গা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। বিশেষ করে হিমসাগর জাতের আম দেশ-বিদেশে জনপ্রিয়তা পেয়েছে। আমরা সেই গৌরবময় ঐতিহ্য ধরে রাখতে বদ্ধপরিকর।
জহিরুল ইসলাম আরও বলেন, চাষিদের সুনির্দিষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, অপরিপক্ব আম বাজারজাত করা যাবে না। প্রয়োজনে সময়সূচি পর্যালোচনা করে পরিবর্তন আনা হবে। আমের সরবরাহ ও বাজারজাতকরণে কোনো ধরনের প্রতিবন্ধকতা যেন সৃষ্টি না হয়, সেদিকে জেলা প্রশাসনের কঠোর নজরদারি থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক দেবাশীষ কুমার দাস।