খাগড়াছড়িতে ইউপি চেয়ারম্যান লাকি গ্রেপ্তার

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১নং মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাহমুদা বেগম লাকিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২০ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ডিএমপির ভাটারা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে রাতেই তাকে দীঘিনালা থানায় নিয়ে আসা হয়।
আজ বুধবার বিকাল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া। তিনি জানান, মাহমুদা বেগম লাকির বিরুদ্ধে দীঘিনালা থানায় একটি মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।