নিখোঁজ জান্নাত আক্তারের সন্ধান চায় তার পরিবার

জান্নাত আক্তার (১০) পিতা- মোঃ নাছির উদ্দিন। গত ১১ মে বিকালে মোহাম্মদপুর, ঢাকার বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসে নাই।
তার গায়ের রং ফর্সা, উচ্চতা ৪ফিট, চুলছোট, গায়ে কমলা রঙের জামা ও সাদা হিজাফ ছিল।
এ মর্মে মোহাম্মদপুর থানায় জিডি নং ৯৭৬, তাং ১২-০৫-২০২৫ইং। কোনো স্ব-হৃদয়বান মেয়েটির সন্ধান পেলে ০১৮৭১-৭১৮৩২৩, ০১৬০১-০৩৯৫৯৯ এই নম্বরে যোগাযোগ করার জন্য বিষেশ অনুরোধ করা হলো।
সন্ধানপ্রার্থী: মিসেস কাওছারা বেগম