মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা সাভারে

সাভারের আশুলিয়ার শিমুলিয়ার ভাটিয়াকান্দি এলাকায় মাদক সেবনের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। গতকাল সোমবার (২৬ মে) মধ্যরাতে রাতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম সুফিয়া বেগম। অভিযুক্ত ছেলে আওলাদ হোসেন ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন জানান, ঘটনার রাতে মাদকসেবী আওলাদ হোসেন মায়ের কাছে মাদক সেবনের টাকা চাইলে তা না পেয়ে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে মায়ের ওপর হামলা চালায়। আশঙ্কাজনক অবস্থায় সুফিয়াকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এদিকে, সাভারের কোটবাড়ি এলাকায় সোমবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে দুর্বৃত্তরা এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। নিহতের নাম দুর্জয় (৩০)।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানান, দুর্জয়ের কোমরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে, তা এখনও জানা যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।